বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া দুর্ঘটনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার নিউজফিডে ঘুরছে। চট্টগ্রামের মেয়র গলিতে সকালে প্রচন্ড বৃষ্টির মধ্যে একটা সিএনজি নালার পানিতে পড়ে তলিয়ে গেছে....... এতে মারা গেছেন দু'জন মানুষ।
সিসিটিভি'র ভিডিও ফুটেজটা অনেকেই দেখেছেন। সিএনজি'টা উল্টে পানিতে পড়েই টুপ করে ডুবে নালার পানির প্রচন্ড স্রোতে তলিয়ে গেছে চোখের পলকেই...! আমাদের দেশে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচার জন্য সিএনজি গুলোকে জেলখানার মতো বানিয়ে রাখার একটা ব্যবস্থা করতে হয়েছে বাধ্য হয়ে। এতে সিএনজির একটা সাইডের গ্রিল পার্মানেন্টলি সিলড থাকে এবং অন্য সাইডের গ্রিলটি খুলে যাত্রী উঠা নামা করে।
ভিডিওটা দেখে আমার হাস্যকর বা স্যাডনেস কিছুই কাজ করে নি... আমার রাগ উঠেছে। মেন্টালি ডিস্টার্বড হয়ে গেছি।
ভিডিওটা ফেসবুকে ওয়াল থেকে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে....... এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোন একশান নেই, কারণ বাংলাদেশে কোন মানুষ বসবাস করে না। আমরা মানুষ হলে আমাদের সামান্যতম মৌলিক অধিকার থাকতো….. আমরা হলাম শিয়াল-কুকুর। নষ্ট সিস্টেমের সিস্টেম লসে আমরা মারা পড়ি, রাস্তার পাশে লাশ পড়ে থাকে।
বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা একটা নষ্ট রাষ্ট্র। বাইরের পৃথিবীর সাথে এর কোন মিল নেই... এই ঘটনা যদি 'মানুষ' থাকে পৃথিবীর এমন কোন দেশে ঘটতো, তবে সেই দেশে এই ঘটনা নিয়ে তোলপাড় হতো।
আমেরিকায় আমি দেখেছি... যার ভেতর যাকে নিয়ে যতোই ক্ষোভ থাকুক, তাদের কাছে একজনের জীবনের মূল্য সবচেয়ে বেশি... এই একটা জায়গায় সবাই এক। আমেরিকায় এই ঘটনা ঘটলে সিটি মেয়রকে তৎক্ষনাৎ পদত্যাগ করতে হতো। রোড এন্ড ট্রান্সপোর্ট, মিউনিসিপালিটি সহ রেস্পনসিবল সবাইকে জবাবদিহিতা করতে হতো... মামলা খেতে হতো, জেলও খাটতে হতো।
তাকে জবাব দিতে হতো, এতো বড় নালার পাশে রেলিং নেই কেনো...? এতো ছোট রাস্তায় সিএনজি চলে কেনো...?? আর সেই ছোট্ট রাস্তায় কেউ ঘরের সামনে লোহার সিড়ি বসায় কেনো...???
আপাতত আমরা এসব প্রশ্নের জবাব খুঁজবো না... বাংলাদেশকে আমেরিকাও বানাতে পারবো না। দেশ আমাদের বদলাবে না। তবে কোন একদিন যদি এই দেশের একজন মানুষের জীবনের দাম আর আমেরিকার একজন মানুষের জীবনের দাম সমান হয়, সেদিন হয়তো কারো প্রিয় মানুষ সকালে ঘর থেকে বের হয়ে হুট করে অন্য কারো দোষে লাশ হয়ে যাবে না।
কে জানে... এখানে আজকে কে আছি, কালকে কে নাই।
তাই,
"হাসো, জিয়ো, মুসকুরাও... ক্যায়া পাতা, কাল হো না হো...!"