একটানা কয়েকদিনের ভাড়ী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যার কবলে পড়েছে গারো-পাহারের পাদদেশে অবস্থিত দিঘলবাগ গ্রাম। এই গ্রামের প্রধান সড়ক সহ, গ্রামের মানুষের ঘর-বাড়ী, গাছপালা, ফসলী জমি এবং পুকুরের মাছ অনেক ক্ষয়- ক্ষতি হয়ে গেছে। গ্রামের সকল পুকুর থেকে নিজেদের চাষকরা মাছ চলে গেছে।
প্রবাহমান নেতাই নদী |
ভারত থেকে নেমে আসা খড়স্রোতা নেতাই নদী প্রতি বছরই দিঘলবাগ গ্রামের জন্য কখনো আর্শীবাদ এবং কখনো কখনো অভিসাপ হয়ে দেখা দেয়। এইবারই প্রথম ১৯৮৮ সালের বন্যাকে ছাড়িয়ে গেছে যা গ্রামের ১০০% সকল স্থাপনা যেমন- বাড়ী-ঘর, রাস্তা-ঘাট বন্যার পানিতে ডোবে গেছে। গ্রামের মানুষের তথ্য মতে ফিলমিনা চিরান এর ভিটার অর্ধেক অংশ বন্যার পানির স্রোতে ভেঙ্গে বিরাট গভীর গর্ত এর সৃষ্টি হয়েছে ও ভিটার অনেক গাছ-পালা ঐ গভীর গর্তের মধ্যে পড়ে গেছে। প্রায়ই নেতাই নদীর পানিতে গ্রামের জনগণকে দুর্ভোগ
পোহাতে হয়। গতকালকে এবং আজকেও এই বন্যাতে গ্রামের অনেক গরীব-অসহায় পরিবার অনেক কষ্টের মধ্যে বসবাস করতে হচ্ছে।
গ্রামের প্রধান সড়ক ভাঙ্গা স্থান |