মানুষ আমাকে নিয়ে কী বলবে? মানুষ আমাকে নিয়ে কী ভাববে? - এই ভাবনা নিয়ে আপনি দৈনিক যতটুকু ব্যয় করেন, তার অর্ধেক সময়ও যদি আপনি আপনার স্বপ্নটাকে নিয়ে ভাবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ করাটা অনেক সহজ হয়ে যাবে। মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে বা ভাববে সেটা বড় কথা নয়; বরং আপনি আপনার স্বপ্নটাকে নিয়ে কী ভাবছেন, সেটাই বড় কথা। কিছু মানুষের দৈনিক কাজের অন্তর্ভুক্ত অন্যের কাজের দোষত্রুটি খোঁজা আর সমালোচনা করা। তাই এসব নিয়ে ভেবে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কেন?
আপনি দৈনিক আপনার বন্ধুবান্ধবদের হাসিখুশি রাখার জন্য, মন রক্ষা করার জন্য দৈনিক যতটুকু সময় ব্যয় করেন, তার অর্ধেক সময়ও যদি আপনার স্বপ্ন পূরণের মাধ্যমে নিজের ও পরিবারের মুখে হাসি ফোটানোর ব্যয় করেন, তাহলে দেখবেন স্বপ্ন পূরণের পর আপনার বন্ধুবান্ধবদের অভাব হবে না। আপনি যাকে জীবনে কখনো দেখেন নি কিংবা পরিচয় হয় নি, সেও আপনাকে অন্যের কাছে 'বন্ধু' বলে পরিচয় দিতে গর্ব বোধ করবে। কিন্তু আপনি কী কখনও গভীর রাতে একাকী পূর্ণ মগ্ন হয়ে ভেবে দেখেছেন, জীবনযুদ্ধে হেরে গেলে আপনার অবস্থা কী হবে? আপনার বন্ধুরা কী আপনাকে 'বন্ধু' বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? আপনি যদি জীবনযুদ্ধে কোনোভাবে হেরে যান, তাহলে দেখবেন আপনার পাশে কোনো বন্ধুবান্ধব নেই। কারণ পরাজিতদের কেউ 'বন্ধু বলে পরিচয় দিতে গর্ব বোধ করে না। কিংবা পরাজিতদের কেউ বন্ধু বানাতেও চায় না এই পৃথিবীতে। এই পৃথিবী তো কেবল বিজয়ীদের পূজারী; পরাজিতদের নয়।